nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

ইমন-মিরাজের বিদায়: চাপে বাংলাদেশ

Published: 05 July 2025 18:07 PM


সংগৃহীত

ব্যাটিং বিপর্যয়ে সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই উইকেট হারায় টাইগাররা। তবে ওপেনার পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে দ্রুতই আরও জোড়া উইকেট হারিয়ে চাপ পড়েছে বাংলাদেশ।

৫ জুলাই কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। ১১ বলে ৭ রান করে আউট হন তিনি।

এরপর ক্রিজে আসা নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন পারভেজ ইমন। ৬৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭৩ রানে ১৯ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান শান্ত।

এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন পারভেজ ইমন। দারুণ ব্যাটিংয়ে ৪৬ বলে ফিফটি তুলে নেন এই টাইগার ওপেনার। তবে দলীয় ১১০ রানে ৬৯ বলে ৬৭ রান করে আউট হন ইমন।

তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি অধিনায়ক মিরাজ। দলীয় ১২৬ রানে ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। এতে চাপে পড়েছে বাংলাদেশ।  

Comments here:

Related News