মেট্রোরেলের পিলারে ফুটে উঠবে হাসিনার শাসনামল!
Published: 12 July 2025 13:07 PM
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে মেট্রোরেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলের সমালোচিত সব ঘটনা স্থান পাচ্ছে তাতে।
৫ আগস্টের আগেই কাজ শেষ করতে বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী সরকারের নিপীড়ন-নির্যাতনের চিত্র আঁকছেন চারুশিল্পীরা।
রাজধানীর কারওয়ান বাজার মেট্রো রেলস্টেশন থেকে ফার্মগেটের দিকে সড়কপথে গেলেই দেখা মিলবে এসব চিত্রকর্মের। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে মেট্রোরেলের পিলারে পিলারে গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হচ্ছে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামল।
কারাগারে রুদ্ধ খালেদা জিয়া। ২৪ এর অভ্যুত্থান। কোটা সংস্কার বা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে শিক্ষার্থীদের আন্দোলন। আলোচিত তনু কিংবা সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড। বিশ্বজিৎ হত্যা কিংবা ইলিয়াস আলীর গুম। শাপলা চত্বরের হত্যাকাণ্ড। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। বাদ পড়েনি আওয়ামী সরকারের নিপীড়ন-নির্যাতনের কোনো চিত্রই।
প্রত্যেক পিলারের এক পাশে সাল ও শিরোনাম, বাকি তিন পাশে সে বছরের তিনটি আলোচিত ঘটনা চিত্রায়িত হচ্ছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আগেই গ্রাফিতি আঁকা শেষ করতে বৃষ্টি উপেক্ষা করে কাজ করছেন চারুশিল্পীরা। শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন ফুটিয়ে তুলছেন সুনিপুণ হাতে, রং-তুলির আঁচড়ে।
এসব চিত্রকর্ম তৈরিতে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। মেট্রোরেলের এসব পিলারের পাশাপাশি রাজধানীর যেখানে-সেখানে পোস্টার না লাগাতে রাজনৈতিক দলসহ নগরবাসীকে অনুরোধ ডিএনসিসি প্রশাসকের।
Comments here: