nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

আশুরা উপলক্ষে বিএনপি নেতাদের বাণী

“কারবালার চেতনায় ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলবে”

নিজস্ব প্রতিবেদক

Published: 05 July 2025 19:07 PM


গ্রাফিক্স

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছরে দেশের মানুষ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের মধ্যে দিন কাটিয়েছে। তিনি আওয়ামী লীগকে “ফ্যাসিস্ট সরকার” হিসেবে আখ্যায়িত করে অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণ, গুম-খুন, বিচার বহির্ভূত হত্যা ও দুর্নীতির মাধ্যমে দেশটিকে একটি দমনমূলক ব্যবস্থায় পরিণত করা হয়েছে।

তারেক রহমান বলেন, “বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারারুদ্ধ রাখা এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। দেশজুড়ে দমন-পীড়নের রাজত্ব কায়েম করে আওয়ামী শাসকগোষ্ঠী এক নিষ্ঠুরতা চালিয়েছে, যা ইতিহাসের এজিদ বাহিনীর বর্বরতাকেও হার মানায়।”

আশুরার ইতিহাস স্মরণ করে তারেক রহমান বলেন, “ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ শুধুমাত্র একটি ধর্মীয় ঘটনা নয়, বরং এটি অন্যায়-অবিচারের বিরুদ্ধে আদর্শিক সংগ্রামের প্রতীক। তাঁর শাহাদাত আমাদের অনুপ্রাণিত করে—ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে।”

তিনি উল্লেখ করেন, “আজও দেশে যখন ন্যায়বিচার অনুপস্থিত, তখন কারবালার প্রেরণা আমাদের জন্য দিশারী। যেন আর কোনো জুলুমকারী শক্তি মাথাচাড়া দিতে না পারে।”

একই উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আশুরা হলো শোক ও প্রতিবাদের প্রতীক। আজকের বাংলাদেশও একধরনের কারবালায় পরিণত হয়েছিল, যেখানে জনগণের কণ্ঠরোধ করা হয়েছে, গণতন্ত্রের কবর রচিত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, “বিপুল জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে। কারাগার ছিল গণতন্ত্রকামী মানুষের একমাত্র ঠিকানা। ৫ আগস্ট গণজাগরণ এবং আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসনের অবসান ঘটেছে—এটা কারবালার চেতনারই আধুনিক প্রতিফলন।”

দু’জন নেতাই তাঁদের বক্তব্যে আশুরার ধর্মীয় গুরুত্ব তুলে ধরেন। হযরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগকে তাঁরা মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের অনন্য উদাহরণ হিসেবে ব্যাখ্যা করেন। তাঁরা বলেন, আজকের প্রেক্ষাপটে আশুরার বার্তা শুধু ধর্মীয় নয়, বরং সামাজিক-রাজনৈতিক ক্ষেত্রেও অনুপ্রেরণাদায়ী।

Comments here:

Related News