“ঘটনাপ্রবাহ নয়, নির্ধারিত পথেই হবে নির্বাচন”: ধর্ম উপদেষ্টা
Published: 05 July 2025 18:07 PM
জাতীয় নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করছে।”
তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই কাজ করছে।”
তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবেই মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক এবং ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Comments here: