nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২
Law

হাইকোর্ট বেঞ্চ স্থানান্তরের প্রস্তাব অবৈধ দাবি করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ

Published: 07 July 2025 17:07 PM


ফাইল ছবি

ঢাকার বাহিরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থানান্তরে সংস্কার কমিশনের প্রস্তাবকে অবৈধ ঘোষণা করে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ আইনজীবীরা। সোমবার (৭ জুলাই) দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভে আইনজীবীরা বলেন, ঢাকার বাহিরে হাইকোর্ট স্থানান্তর না করতে সুপ্রিমকোর্টের নির্দেশনা থাকলে, তা না মেনে এমন প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন। যা আদালত অবমাননার শামিল। 

আইনজীবীরা আরও বলেন, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থানান্তর হলে ন্যায় বিচার বিচ্যুত হবে, রাজনৈতিক প্রভাব বাড়বে। এতে দুর্বল হবে বিচারব্যবস্থা। এছাড়া, ঢাকার বাহিরে মেধাবী আইনজীবীদের সঙ্কটও রয়েছে৷ যা বিচার ব্যবস্থায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন তারা। 

উল্লেখ্য, ১৯৮৮ সালে সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধন করে ঢাকার বাইরে ৬টি হাইকোর্টের বেঞ্চ বসানো হয় পরে তা চ্যালেঞ্জ হয় হাইকোর্টে। ১৯৮৯ সালে তৎকালীন প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ ঢাকার বাইরে হাইকোর্ট নেয়ার সিদ্ধান্ত অবৈধ বলে রায় দেন। এরপর আর কোনো সরকারই হাইকোর্টকে ঢাকার বাইরে নেয়ার সাহস দেখায়নি।  

Comments here:

Related News