nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

আইফোনে ১৭ প্রো ম্যাক্স এ আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারি!

Published: 06 July 2025 17:07 PM


ফাইল ছবি

অ্যাপলের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্স নিয়ে ইতিমধ্যে নানা তথ্য ফাঁস হয়েছে। তবে সবচেয়ে বড় আপগ্রেডটি আসতে পারে এর ব্যাটারিতে।

বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।

বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।

আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বস্ত টিপস্টার সেটসুনা ডিজিটাল দাবি করেছেন, আইফোন ১৭ প্রো ম্যাক্সে থাকতে পারে ৫০০ এমএএইচ ব্যাটারি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটি একটি সাধারণ ব্যাটারির ক্ষমতা হলেও আইফোনের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় ব্যাটারি।

বর্তমানে অ্যাপলের সবচেয়ে বড় ব্যাটারি রয়েছে আইফোন ১৬ প্রো ম্যাক্সে, যার ব্যাটারি ক্ষমতা ৪৬৮৫ এমএএইচ। সেদিক থেকে নতুন ফোনে আরও ৩১৫ এমএএইচ ব্যাটারি যোগ হচ্ছে। যদি এ তথ্য সত্যি হয়, তাহলে এটি হবে আইফোনে এক বড়সড় পরিবর্তন।

আইফোনে সাধারণত শক্তিশালী ব্যাটারি হার্ডওয়্যার ছাড়াও থাকে দুর্দান্ত পাওয়ার-এফিশিয়েন্সি। ফলে ৫ হাজার এমএএইচ ব্যাটারি থাকলে আইফোন ১৭ প্রো ম্যাক্সের ব্যাটারি লাইফ অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

Comments here:

Related News