nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

টেক্সাসে হঠাৎ বন্যায় প্রাণহানি বেড়ে ২৪

Published: 05 July 2025 17:07 PM


সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে গতকাল শুক্রবার হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।

কেরি কাউন্টির শেরিফ ল্যারি লেইথা শুক্রবার প্রাণহানির এই খবর জানান। এর আগে স্থানীয় কর্তপক্ষের বরাতে রয়টার্সের খবরে ১৩ জনের প্রাণহানির খবর জানানো হয়েছিল। সে সময় ২৩ জন মেয়ে শিশু নিখোঁজ থাকার কথা জানানো হয়। তারা গ্রীষ্মকালীন ক্যাম্পে ছিল।

মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন ওই ক্যাম্প নদীর ধারেই ছিল। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার  জরুরি সতর্কতা  ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় ৬৫ মাইল (১০৫ কিমি.) উত্তর-পশ্চিমে অবস্থিত এ এলাকায়  বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। 

কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা সকালে সাংবাদিকদের বলেন, বন্যাকবলিত এলাকা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এর আগে এক সংবাদ ব্রিফিংয়ে জানান, কর্তৃপক্ষ নিখোঁজ ২৩ জন মেয়েকে খুঁজছে। ভোররাত ৪টার দিকে বন্যার সময় গুয়াদালুপে নদীর ধারে বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে ৭০০ জনেরও বেশি শিশু ছিল। ক্যাম্পে থাকা অন্য শিশুরা নিরাপদে আছে।

প্যাট্রিক জানান, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। উদ্ধারকাজে ১৪টি হেলিকপ্টার ও ১২টি ড্রোন যুক্ত করা হয়েছে। শত শত উদ্ধারকর্মী  গাছের ওপর আটকে পড়া মানুষ ও নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়া  লোকজনকে উদ্ধার করছেন।

Comments here:

Related News