nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

তবে কী ১৫ হাজার কোটির সম্পত্তি হারাতে বসেছেন সাইফ?

Published: 05 July 2025 18:07 PM


ফাইল ছবি

চলতি বছরের শুরুতেই নিজের বাড়িতে হামলার শিকার হয়ে হাসপাতালে ছিলেন বলিউডের ছোট নবাব সাইফ আলী খান। তখনও কেউ ভাবেনি, সামনে অপেক্ষা করছে আরও বড় ধাক্কা।

জানা গেছে, এবার হারাতে চলেছেন উত্তরাধিকারসূত্রে পাওয়া পতৌদি পরিবারের ঐতিহাসিক সম্পত্তি। যার বর্তমান মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা!

ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফ আলী খানের পরিবারের এই বিশাল সম্পত্তি ভারতের সরকারের হেফাজতে চলে যেতে পারে ‘শত্রু সম্পত্তি আইন’-এর আওতায়। কারণ, শুক্রবার (৪ জুলাই) মধ্যপ্রদেশ হাইকোর্ট খারিজ করে দিয়েছে সাইফের করা আবেদন। এর ফলে এই বিপুল সম্পত্তি হাতছাড়া হওয়ার সম্ভাবনা এখন প্রকট।

ঘটনার সূত্রপাত ২০১৪ সালে, যখন মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে, ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি ‘এনেমি প্রোপার্টি অ্যাক্ট ১৯৬৮’ অনুযায়ী শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। কারণ নবাবের কন্যা, সাইফের প্রপিতামহী আবিদা সুলতান ১৯৫০ সাল থেকে পাকাপাকিভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন।

এর বিরোধিতা করে ২০১৫ সালে আদালতে যান সাইফ। দীর্ঘদিন মামলাটি ঝুলে থাকলেও ২০২৪ সালের ডিসেম্বরে সেই মামলার স্থগিতাদেশ তুলে নেওয়া হয়। অবশেষে চলতি বছরের জুলাইয়ে আদালত চূড়ান্তভাবে আবেদন খারিজ করে দেয়। 

সম্পত্তির বিষয়ে জানা গেছে, ভোপালের কোহেফিজা থেকে চিকলোড় পর্যন্ত বিস্তৃত জমি, প্রাসাদ, বাড়িঘর মিলিয়ে যার বাজারমূল্য ধরা হচ্ছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এতদিন পর্যন্ত এগুলো পতৌদি পরিবারের দখলেই ছিল, কিন্তু আইন অনুযায়ী- যারা দেশভাগের সময় পাকিস্তান বা চীনে স্থায়ীভাবে চলে গেছেন, তাদের সম্পত্তিকে ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করতে পারে ভারত সরকার। 

Comments here:

Related News