nnonlinebd@gmail.com মঙ্গলবার, ২০শে জানুয়ারী ২০২৬
৭ই মাঘ ১৪৩২

২০০ কোটি রুপির প্রতারণা মামলায় জ্যাকুলিন!

Published: 05 July 2025 18:07 PM


ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি রুপির প্রতারণা মামলা নিয়ে প্রায় আলোচনা হয় তাকে নিয়ে। এবার এই মামলা কেন্দ্র করে জ্যাকুলিন। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলা থেকে মুক্তির জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি।

দিল্লি হাইকোর্টের বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে ওই মামলা করা হয়। তবে বৃহস্পতিবার (৩ জুলাই) সেই আবেদন খারিজ করে দেন আদালত।  এনডিটিভি থেকে জানা যায়  ২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকুলিনকে। 

ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আদালতে জমা দেয়া এক হলফনামায় বলা হয়েছে অভিনেত্রী সুকেশের কাছ থেকে ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, তার ভাই ও বোনের নামে থাকা বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় দুই লাখ মার্কিন ডলার এবং অস্ট্রেলীয় ডলার স্থানান্তরের অনুরোধও করেছিলেন তিনি।

জ্যাকুলিন অবশ্য দাবি করেছেন, সুকেশ তাকে প্রতারিত করেছেন এবং তিনি জানতেন না যে এসব অর্থ অবৈধ উৎস থেকে এসেছে। তবে ইডির দাবি, জেরার সময় তিনি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এবং অপরাধমূলক অর্থ ব্যবহারে জড়িত ছিলেন। এমনকি সুকেশ গ্রেপ্তারের পর নিজের মোবাইল ফোন থেকে সব ধরনের তথ্য মুছে ফেলেন বলেও অভিযোগ উঠেছে। 

Comments here:

Related News