nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

ঢাকার যেসব এলাকায় সোমবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক

Published: 06 July 2025 20:07 PM


ফাইল ছবি

ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সোমবার (৭ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, কোদালদোয়া, শনির আখড়া, মাতুয়াইল, ডেমরা, আমুলিয়া, পাইটি, শাহরিয়ার স্টিলসহ প্রায় ৩০টিরও বেশি এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা চেয়েছে।

Comments here:

Related News