nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

যৌথ বাহিনীর অভিযানে টেকনাফে অস্ত্র ও মাদকসহ অপহৃত যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Published: 06 July 2025 20:07 PM


সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি আস্তানায় ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি হয়েছে। এতে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত এক যুবককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

রোববার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান, উদ্ধার হওয়া যুবকের নাম মো. সোহেল (২০), তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার বাসিন্দা।

তিনি জানান, শনিবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ে একদল দুর্বৃত্তের অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে, এতে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর দুর্বৃত্তরা গভীর পাহাড়ে পালিয়ে যায়।

পরে সেখান থেকে ১টি জি-৩ রাইফেল, ২টি বিদেশি পিস্তল, ৩টি দেশীয় বন্দুক, ৩১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। অপহৃত মো. সোহেলকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও মাদক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে, এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা।

 

 

Comments here:

Related News