nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

দেশে জনপ্রিয় হয়ে উঠছে গুগল পে!

Published: 06 July 2025 16:07 PM


সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘গুগল পে’। ডিজিটাল পেমেন্টে নতুন দিগন্ত উন্মোচনকারী এই সেবার মাধ্যমে এখন মোবাইল ফোন ট্যাপ করেই করা যাচ্ছে কেনাকাটার অর্থ পরিশোধ।

গত ২৪ জুন থেকে বাংলাদেশে গুগল পে চালু করেছে সিটি ব্যাংক। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি তাদের ভিসা ও মাস্টারকার্ড গ্রাহকদের জন্য এ সেবা চালু করেছে। এর মাধ্যমে দেশজুড়ে থাকা এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি–সমৃদ্ধ পিওএস মেশিনে স্মার্টফোন ট্যাপ করেই করা যাচ্ছে লেনদেন।

সংশ্লিষ্টরা জানান, চালুর মাত্র ১০ দিনের মধ্যেই প্রায় ২৫ হাজার গ্রাহক গুগল পে অ্যাপে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ১০ দিনেই ৬ হাজার ৩০০টি লেনদেন হয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন ছিল প্রায় ৭২ লাখ টাকা। একদিনে সর্বোচ্চ ১ হাজার ৪২১টি লেনদেন সম্পন্ন হয়েছে।

গুগল পে ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সুবিধা থাকতে হবে।  সাধারণত বেশির ভাগ স্মার্টফোনে এই প্রযুক্তি থাকে। এরপর প্লে স্টোর থেকে ‘গুগল পে’ বা ‘গুগল ওয়ালেট’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

এরপর অ্যাপে প্রবেশ করে ‘Add Payment Method’ অপশনে গিয়ে সিটি ব্যাংকের ভিসা বা মাস্টারকার্ড যুক্ত করলেই অ্যাকাউন্ট সক্রিয় হবে। মুঠোফোন দিয়ে ছবি তুলে বা কার্ডের তথ্য লিখে অ্যাপে কার্ড সংযুক্ত করা যায়। সিটি ব্যাংক জানিয়েছে, দোকান বা সেবা বিক্রির প্রতিষ্ঠানে কার্ডে লেনদেনের জন্য যন্ত্র থাকে, যা ‘পয়েন্ট অব সেলস (পিওএস)’ যন্ত্র নামে পরিচিত। এনএফসি প্রযুক্তি–সংবলিত পিওএস যন্ত্রে গুগল পে ব্যবহার করে সহজেই লেনদেন করা যাবে।

লেনদেনের সময় পিওএস মেশিনে ফোনটি ট্যাপ করলেই স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে যাবে। ৫ হাজার টাকার নিচে কোনো পাসওয়ার্ড ছাড়াই পেমেন্ট করা সম্ভব। তবে এর বেশি হলে স্ক্রিন লক বা পাসওয়ার্ড প্রয়োজন হবে।

Comments here:

Related News