nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

শুল্ক জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা

Published: 05 July 2025 16:07 PM


গ্রাফিক্স

নতুন অর্থবছরের শুরুতে শুল্ক ও কর অনলাইনে সরকারি কোষাগারে জমা দিতে ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ পদ্ধতিতে ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি দিয়ে শুল্ক-কর পরিশোধ করা যাবে। 

এ উদ্যোগটি এনবিআর ও অর্থ বিভাগের একটি যৌথ কার্যক্রম। এ ব্যবস্থায় আমদানিকারক, রপ্তানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যে কোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। 

আজ শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

এতে বলা হয়, এতোদিন করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক জমা দিতেন তা সরকারি কোষাগারে জমা হতে কয়েকদিন সময় লেগে যেত। এখন থেকে যেকোনো সময়, যেকোনো স্থান থেকে ঘরে বসে এ-চালানের মাধ্যমে তাৎক্ষণিক শুল্ক জমা দিয়ে দ্রুত পণ্য খালাস করা যাবে।

এনবিআর বলছে, আমদানি-রপ্তানির শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’র সঙ্গে এ-চালান ব্যবস্থার সংযোগ স্থাপন করা হয়েছে। এতে করে আমদানি-রপ্তানিকারকরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি কোষাগারে শুল্ক জমা দিতে পারবেন।

এনবিআর বলছে, ঘরে বসে যেমন ইন্টারনেট ব্যাংকের (ডেবিট বা ক্রেডিট কার্ড, রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে) মাধ্যমে এ-চালান সুবিধা মিলবে, তেমনই যেকোনো ব্যাংকের কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমেও সেই সুবিধা মিলবে।

এ-চালানের মাধ্যমে শুল্ক জমা দিয়ে ‘সিস্টেম জেনারেটেড’ যে রশিদ মিলবে, তার নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, এর আগে গত ২৩ এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসেও তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউস বৃহস্পতিবার (৩ জুলাই) একই পদ্ধতিতে শুল্ক জমা নেওয়া শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সোমবার (৭ জুলাই) থেকে দেশের সব কাস্টমস হাউসে এ পদ্ধতি চালু হবে।

Comments here:

Related News