nnonlinebd@gmail.com শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫
২২শে অগ্রহায়ণ ১৪৩২

“এআই” নিয়ে নিকোলাসের ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত!

নিজস্ব প্রতিবেদক

Published: 06 July 2025 20:07 PM


প্রতীকী ছবি

‘সাইকিক অ্যাস্ট্রোলজার’ হিসেবে পরিচিত নিকোলাস আউজুলা। নিকোলাস বসবাস করেন লন্ডনে। ভবিষ্যদ্বাণী করে জনপ্রিয়তা পেয়েছেন অনেকের কাছেই।

নিকোলাস আউজুলাকে বিশ্বজুড়ে মানুষের গুরুত্ব সহকারে নিতে শুরু করেছেন। তার কারণ তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে রাজনৈতিকভাবে প্রত্যাবর্তন করবেন। এবং তাই ঘটেছে। দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

নিকোলাসের আরেকটি ভবিষ্যদ্বাণী হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর ক্রমবর্ধমান প্রভাব কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলবে। যার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে।

নিকোলাস পূর্বাভাস দিয়েছিলেন কোভিড-১৯এর। এরপর তিনি প্যারিসের নটর-ড্যাম ক্যাথিড্রালে অগ্নিকাণ্ড ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের মতো বড় বড় ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। এবং সেগুলো ঘটতে দেখা গেছে। যেহেতু বড় বড় অনেক ঘটনা সঠিক বলে প্রমাণিত হয়েছে, তাই নিকোলাস আউজুলা এখন ২০২৫ সালের জন্য কী কী বলেছেন বা বলছেন, তা নিয়ে মানুষ আরও বেশি উদ্বিগ্ন।

২০২৫ সালের জন্য তার ভবিষ্যদ্বাণী: নিকোলাস বলেছেন, ‘‘২০২৫ সালে বিশ্বের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। এই বছর অনেক বড় বড় প্রাকৃতিক দুর্যোগ হবে বলেও পূর্বাভাস দিয়েছেন।

নতুন রোগের প্রাদুর্ভাব বারবে বলে ভবিষ্যদ্বাণীও করেছেন। বলাই বাহুল্য যে কোভিডের আবার নতুন করে ফিরে আসা তার ভবিষ্যদ্বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিকোলাস। তিনি আরও জানিয়েছেন, ২০২৫ সালে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি হবে।

ইন্ডিয়া টাইমস এর তথ্য, ‘‘৩৮ বছর বয়সী এই ‘সাইকিক অ্যাস্ট্রোলজার’ ২০২৫ সালে তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরুর হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন।’’
উল্লেখ্য, ভবিষ্যদ্বাণী সব সময় সত্য হবে এমন নয়। অনেক সময় কাকতালীয়ভাবে ঘটে যেতে পারে।

Comments here:

Related News